প্রিয় সিনিয়র

মনে মনে ফুঁসছি,
ভেবেছিলাম আপনার থেকে
একটা চিঠি হবে আমার,
সারাটা দিন অপেক্ষার পর,
হলোনা অবসান এই প্রতিক্ষার।
দরজায় নারা দিলো না ডাক বিভাগ,
আপনার একটা চিঠিও হলোনা আমার,
কি বা করার,
আমিই লিখতে বসেছি এবার।
হ্যাঁ প্রিয় সিনিয়র।

মনে আছে কথা সেই শেষ বেলার,
অর্থনীতি ব‌ই দিতে গেছিলাম যেবার,
মাফ করবেন, একটা চকলেট ও নিয়ে যাইনি,
মনের মধ্যে রাগ পুষে আছি,
কথা ছিল না একটা কল্যানী খুঁজে দেবার?
ভুলে গেছেন?
যদিও উদ্দেশ্য নয়, মনে করিয়ে দেওয়ার,
চিঠি দিবসে, চিঠি লেখার সাধ জেগেছে আমার।
সাধ জেগেছে এক ঢিলে দুই পাখি মারার,
তাই দিলাম চিঠি, একগুচ্ছ ছন্দের আকুতি।

ইতি
আপনার জুনিয়র।