এ অপেক্ষার অন্ত কবে?
আছি আমি বসে,
কবে আসবে সে?
আছে মনে
এ এক বিরাট প্রশ্ন বেঁধে,
এ অপেক্ষার অন্ত কবে?

তার কি মায়া নাই,
নাই কোন আখ্যান?
আমি তো কিছু করিনি,
সে কি বোঝে না আত্মার পরিসংখ্যান?

এ কেমন অদ্ভুত অনুভূতি,
মম তো কখনো হয়নি।
এত উদ্বিগ্ন কেন আমি?
আসুক এবার
দিব না আর তাকে ছাড়ি।
নয় আমিও দিব পাড়ি,
কোথা যাব?
তা এখনো ঠিক করিনি।