কাছে আসিল হরীতকী পাখি
ব্যক্ত করিল- "তোর এত চিন্তা কি?"
আমি তব বলিলাম -
"তুই কি বুঝবি?
তুই তো ইতর প্রাণী।"
অবধ্য বলিল- "আমাকে বলিয়া শান্তি পাবি।"
আমি তব বলিলাম-
"তবে শুন-
ব্যাকুল হইয়া ভাবছি সখির কিত্তি,
কতই না ছিলো সে সুন্দরী!
আজও পাইনি খুঁজিয়া এমন পরী।
সে তো এক অভাবনীয় নারী।"
তব্য কহিল হরীতকী-
"তাহার হইয়াছে কি?
আমিত্ব পুনরায় কহিলুম-
"এত কিছুই না আমি জানি।
অপেক্ষায় আছি তাহার,
যেদিন আসিবে আবার ফিরি।
পুর্নতা পাবে মোর কবিতাখানি,
তব হবো আমি সার্থক কবি।"