ওহে কি করিলে বলো,
চিত্তের স্থিরতা উপলব্ধি করিব?
আমিত্ব আর পরি না সইতে,
অন্তনিদ্রের বেদনা উঠিয়াছে যে।
এই বেদনা কলেবরের নহে,
এ বেদনা মোর অন্তনিদ্রের।
যাহা প্রশমন হইবে না,
কোন ওষুধালয়ের ঔষধে।
এ বেদনা মোর অন্তনিদ্রের।
আপন মানুষ দূরে চলিয়া গেলে,
এই যন্ত্রণারা সব আগমন করে,
আষ্টেপৃষ্ঠে ধরে মোর সর্বাঙ্গকে।
আহা কি জ্বালা আরম্ভ করে,
এ জ্বালা পারবে না কোন,
কবিরাজে প্রশমন করিতে।
যদি পারিতাম দেখাইতে,
চির করিয়া দেখাইতাম সমুদ্দুর কে।
কতই যে ইহার প্রহার রে,
ইহা যে মোর অন্তনিদ্রিয়ের যন্ত্রণারে।