কিছু কিছু জিনিস
চাইলেই প্রাপ্তি মেলে না,
তবু নাছোড়বান্দা,
মম মোন কভু ছাড়তেই চাইনা।
সে যে মানসী
সাধনা ব্যর্থ হবেই হবে জানি,
খুড়ি সেই সাধনার খনি।
জ্বর,
করে যে মিনতি,
কোথা তার যত্ন?
দে তুই খুঁজে আনি,
ঠিক তেমনি,
মধ্য রাতের আকুতি।
ভুলিনি সেই খিচুড়ি,
গোরস্থানের পূর্ব দরজার রিকশার ধ্বনি।
আবার এসেছে জ্বর,
কয়েক যুগ পর,
করছেও তাই যত্নের হাহাকার।
রাত আসা যাওয়া তো প্রতিদিনের অভ্যাস।
অনেকেই প্রশ্ন করবেন এই বিরহের কবিতায় গোরস্থান শব্দ ও খিচুড়ি শব্দ কেন ব্যবহার হলো!
আসলে এই কবিতাটি আমার জীবনের একটা সুন্দর ও খারাপ মুহূর্তের ধারক। যার সাথে শব্দগুলো সম্পর্কিত।