সূর্য নামে দিগন্ত জুড়ে,
সন্ধ্যা আসে নীরব হয়ে।
পশ্চিমে আকাশ পানে,
নতুন চাঁদ হাসি মেলে।
ফুল ফল শিশু সব,
আপন মনে জাগে অনুভব,
মুসলিম উম্মাহ আমরা,
এক সবাই, ধনী গরীব
কোন ভেদাভেদ নাই।
সেহরি খেয়ে করি,
রোজার শুরু।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার
বিন্দু পরিমাণ চেষ্টা টুকু,
রাখে না ফেলে আমার সব বন্ধ।
সারাবছর কাটবে যেন,
এমনি ধারায় ক্রমাগত
থাকবে না মনে কোন ক্ষত,
সবকিছুই তো,
আল্লাহ তায়ালার অশেষ নেয়ামত।