মোরা দুর্বার,
মোরা চঞ্চল,
বরকতের ভবিষ্যৎ কর্নধার।
এবার আবু সাঈদের রক্তে রঞ্জিত রাজপথ।

মোরা বাঙালি,
মোরা সাহসী,
হ্যাঁ মীর নিসার আলীর সহযোগী।
এবার হয়েছি মীর মুগ্ধের লাল বর্ণের সাক্ষী।

মোরা বিদ্রোহী,
মোরা বাঁশরী,
বায়ান্ন সালামের সাহসী সদৃশ।
দেখেছি রাফি ভাইয়ের রক্ত ঝরানো ইচ্ছাশক্তি।


আসবি তোরা,
আই,
ভয় পাইনা মোদের ভাই ‌।
দেখ ইতিহাস ও সংস্কৃতি,
মম হার না মানা জাতি।

আসবি তোরা,
আই,
রূখে দেবরে তোদের স্পর্ধা।
ভাঙ্গতে জানি কৃষ্ণবর্ণ হাত,
তাতে নেই ক সংশয়।

আসবি তোরা,
আই,
তব মোরা একত্রে সবাই।
হাজী শরীয়তুল্লাহর ন্যায়,
সদা রয় দৃঢ় প্রত্যয়।


তোদের আইন,
তোরা নিয়ে থাক।
বোবাদের চোখে তাকিয়ে,
আমরা থাকবো না নির্বাক।

ইতিহাস গড়ি,
গড়ি ইমারত।
যুগে যুগে করি ধ্বংস,
করি অশুভের নির্বংশ।

পিস্তলের গুলি,
গ্রেনেড লঞ্চার।
দমাতে পারে না সবার,
অষ্টাদশীর ইচ্ছা প্রখর।