তুমি কি জানো,
আজ তোমায় কত সুন্দর লাগছে...
যেন, গোলাপের ফুটন্ত কলি হাসি দিয়েছে,
ভোরের শিশিরে ভেজা ঘাসে খেলা করছে।
তুমি কি জানো,
আজ তোমায় কত সুন্দর লাগছে...
যেন, বৃক্ষের ফুটন্ত কলি থেকে হাসি ফুটা,
গোধূলির সূর্যটা যেন আধা মাটা।
তুমি কিন জানো,
আজ তোমায় কত সুন্দর লাগছে...
যেন, সাগরের পাশে জিনুক গুলো দাঁত বের করে হাসছে,
সূর্যের আলোতে যেন বালি গুলি চিক চিক করছে।
তুমি কি জানো,
আজ তোমায় কত সুন্দর লাগছে...
যেন, পাখির কণ্ঠে গান অবরত গেয়েই চলছে,
প্রকৃতিও যেন সুরের তালে তালে মেতে উঠেছে।
তুমি কি জানো,
আজ তোমায় কত সুন্দর লাগছে...
যেন, আকাশের চাঁদটা আজ তোমার জন্য সেজেছে,
তারা গুলো অবাক চোখে নিরিবিলি তাকিয়ে আছে।
তুমি কি জানো,
আজ তোমায় কত সুন্দর লাগছে...
যেন, তোমার চোখে তাকিয়ে আমি হারিয়ে গেছি,
এক অজানা দেশে যেখান থেকে কখনও ফিরবো নাহি।
তুমি কি জানো,
আজ তোমায় এত সুন্দর লাগছে যেন, সব কিছুই থমকে গেছে।