তুমি দেখো, ঐ গোলাপ বাগানে- গোলাপের দিকে...
যেন গোলাপও হিংসায় পুড়ে ছাই হয়ে যায়,
কেন জানো, কেনো না তোমার সৌন্দর্যে লুকিয়ে রয়েছে...
যেন বর্ণমালাও ভাষা হারিয়ে ফেলে বলবে আমি শেষ।
তুমি দেখো, আকাশ পানে মেঘগুলো ঘোমড়া হয়ে আছে...
যেন তোমায় দেখতে পায়নি সেই ভেবে অভিমানে,
কেন জানো, কেণো না তোমার মিষ্টি হাসি ভুলিয়ে দেয়...
আকাশ অবাক হয়ে চেয়ে দেখে যেন- কলি থেকে ফূল ফূটলো।
তুমি দেখো, এই আমাকে- তোমাকে দেখে আমি ফিদা...
যেন হারিয়ে না ফেলি তোমায় সেই আতঙ্ক,
আজ চিৎকার করে বলতে ইচ্ছে হয়...
আমি তোমাকে ভালোবাসি...ভালোবাসি।