সেথা মোর বাড়ী,
চমকালো আড়ী,
চলিবার সাথী,
নাহি থাকি আমি,
স্তব্ধ পাড়ী।
বন্ধু স্বলিপে কেহ,
নাহি থাকে পর,
আধার রাতের আলো,
রূদ্ধ তাহার প্রহোর,
অচিরেই লুকায়।
কোথা থেকে আসে,
নিষ্চুপ কথায়,
সবার মাজে বিলিয়ে,
মিটি মিটি আলো ছড়িয়ে,
স্বন্ধা রাতের তাড়া।