মূগ্ধ প্রিয় – বেচে ফেরা
যার প্রতিশ্রুতি - মুঠো পারায়,
আকাশ বেয়ে – মেঘের ধারায়,
বৃষ্টির আনাগোনা – জমিনে ছরায়।
বদ্ধ তাহার – মিশ্রন মাটি
আবদ্ধ হয়ে – বৃক্ষের ঘাটি,
ফলনে তাহার – সমাহার পাটি,
জন্মালো মুখে – কৃষকের হাসি।
মাটি ছুয়ে – যার কুলে কুলে জল
কাঠের ধারায় – চলমান প্রহোর,
যেথা চালকের – ঘাম অক্লান্ত পরিশ্রম,
তবে সুন্দর – নাহি ফুরাবে মহল।
কিসের তাগিতে – জন্মালো তোর
অস্থিত্ব যার – পাইবিনা মোর,
তবে চিন্তায় – কেনো হবে তোর ভোড়,
আস্থার উপর – বিশ্বাস প্রবোল।