ছোট্টো এই, ছোট্টো সোনা ব্যাকুলতার আয়না,
রোজ সকালের নিয়মই তাঁর বিড়াম্ভীত বায়না'
চারটি খানি নাওয়া-খাওয়া করিতে সে চায় না,
দু'দিনই তাঁর আগে পরে রোগ খানি আর যায় না।
বাবা মায়ের আকুলতার বিস্মিত এক ঝারি,
লুটয় পুটয় না বুঝিয়া ডাক্তার আনে বাড়ী।
ডাক্তার বাবু, ডাক্তার বাবু ছোট্টো সোনা যে বড়ই বিভাগে,
দিন রাত তাঁর পেছনে থাকি তবুও চিন্তায় যে।
কি করিব , করিতে চাই বলার উপেক্ষা নাই,
না বুঝিয়া, না জানিয়া আপনার বাড়ী যাই।
এবার দেখুন কি হয়েছে আমার ছোট্টো খোকার,
ভাত খায়না - মাছ খায়না, খায়না কিছু আর।