মুঃইয়াকুব আলী ১/২/০৩
খুঁজে খুঁজে হয়রান,
জীবনের নেই কোন পরিত্রাণ ।
না পাওয়ার বেদনা সীমাহীন ,
আজ পাব কাল পাব ।
এ ভাবে তোমাকে খুঁজব আর কত?
জীবনকে করে বিলীন ।
তবুও খুঁজে বেড়াই তোমায়।
তুমি ফিরে আসবে ভেবে,
আমি চেয়ে প্রতীক্ষায় তোমার ।
তোমার নরম কোমল হস্তে,
আমার শরীর স্পর্শীলে,
কঠিন প্রস্তরখণ্ড হৃদয় !
মুকুলিত করতেও পারে আবার।
নতুবা ,অবশেষে একদিন,
এ চূর্ণ বিচূর্ণ হৃদয় ।
নিঃশেষ হবে এ প্রাণ,
অচিন পাখি চলে যাবে ।
সে দিন স্পর্শতো দূরের কথা,
পারবে না দূ নয়নে দেখতে আবার ।