মুহাঃ ইয়াকুব আলী ২৮/0৩/২০০১
বাংলাদের মানুষ আমি
বাংলাদেশের ছেলে ।
বাংলা ভাষায় কথা বলি
নেই তো কোন ক্লেশ ।
সকল ভাষার সেরা সে যে ।
সকাল বিকাল সাথী আমার
বাংলা আমার মা।
সবুজ শ্যামল বৃক্ষ সাজে ।
ফুল ফল দুলছে ঝাঁকে ঝাঁকে,
সে যে বাংলা আমার মা।
তারি তরে চরন রাখি
রাখি মোদের গা।
এ মাটির নীচে শুয়ে আছে ।
বাপ দাদা আত্মীয় স্বজন ,
তারি সাথে থাকব মোরা।
আপন করে দেখব তারে,
করব না কোন হিংসা বিদ্বেষ ।