মুহাঃইয়াকুব আলী
১৪/0৪/২০০০ইং
স্বাধীনতা তুমি রক্তে রঞ্জিত রাজপথ,
স্বাধীনতা তুমি অম্লান ইতিহাস ।
স্বাধীনতা তুমি মোদের অহংকার
স্বাধীনতা তুমি মোদের নিবিড় ছোঁয়া।

স্বাধীনতা তুমি,
শোভিত মানুষের রক্তে গড়ার  ইতিহাস ,
স্বাধীনতা তুমি ,
রহমাত, বরকত,জব্বার,তথা না জানা অকুতোভয় অজস্র মানুষের ইতিহাস ।
স্বাধীনতা তুমি ,
ত্রিশলক্ষ শহীদের ইতিহাস ,
স্বাধীনতা তুমি ,
রক্তে লাল পতাকা ।
স্বাধীনতা তুমি ছিলে,
বাঙালির স্বপ্নের আকাঙ্ক্ষা ।
স্বাধীনতা তুমি মিশে আছ,
লক্ষ প্রাণের মায়াবী বুকের গহীনে।
স্বাধীনতা তুমি আছ,
বাংলা মায়ের অন্ততরে।
স্বাধীনতা তুমি আছ,থাকবে এ মোদের প্রেরণা ।