০২/০৫/০২
মুঃইয়াকুব আলী
প্রাতঃকাল এসেছে মোদের
নয়া জামানার

কে আছ যুবক ?
হও আগুয়ান
কুরআন তোমায় ডাকঠে বারংবার ,
মুক্তির শৈশবে

এসো না ! হে যুবক
কুরআন তোমায় ডাকছেন হেসে হেসে
মুক্তির সৌরভে যেন  অবিচল।

কে আছ যুবক ?
হও তুমি সামনে অগ্রসর
মুক্তির হাতছানি ডাকছে বারে বার ।

কে আছ যুবক ?
কুরআনের আলোয় জীবন রাঙাতে।
তব গাও মুক্তির জয়গান ,
ওঠাও ওঠাও কলিমার নিশিন

কে আছ যুবক ?
হাতছানি দিয়ে ডাকছে তোমাকে ।
মুক্তির মহিমায় ,

ঊষার প্রথম রাঙা প্রভাতে ।
ওঠাও  কুরআনের নিশান

কে আছ যুবক ?
আধাঁর আসলে পাবেনা প্রাতঃকাল।
সত্যের জয়গানে
সামিল হও প্রভাতকালে।

এখনই সময় নয়া প্রভাতে
পূর্ব দিগন্তে ডেকেছে প্রভাত
তোমারই প্রতীক্ষায় ।

কুরআনের উষ্ণ আহ্বান
এই হোক দীপ্ত প্রত্যয় ।
তোমাকেই ডাকছে বারংবার ।