মুহাঃ ইয়াকুব আলী
২৩,০২,২০০৩ ইং বা ১১ ফাল্গুন ১৪০৯ রোজ রবিবার
দীপ্ত কন্ঠে স্বতঃস্পন্দনশীল
ইন্দ্র ধনুর মত নও তুমি
হলে তুমি ইন্দ্রের অপ্সারী
হ্রদয় চিত্রপটে আঁকা
তোমার। চালচলন ভঙিমা
উদাত্ত্ব কন্ঠে বলব সাঁচা
আমার হ্রদয় তুমিই দ্যুতি
কাছে আরও আসলে কাছে
বিমোহিত হব সদা
দুঃসহ বিভীষিকাময় জীবন
একটি মুহূর্ত ও বেঁচে থাকতে চায় না মন
আমার কথায় না দাও যদি সাড়া
তবে 'এনড্রিল"মুখে তুলে দাও এক পেয়ালা
নিশীথ জাগিয়া যাচি
রজনীতে নাহি নিদ
কখনও কখনও সুপ্তিমগ্নে
ফুকারি দেই নাম ধরে তোমার
তুমি হ্রদয় মণিকোঠায় ভাস্বর আবহমান
নির্ঘুম নয়নে
শুধু তোমার তসবির ভাসে
তোমায় না পাওয়ার মাতন
বিমর্ষ এ জীবন
আমায় তুমি করলে পরিহরি
আমার হ্রদয় ঘিরে তব যতনা অনির্বান