হেরে গেছি আমি জীবন যুদ্ধে
জ্বলে পুড়ে ছাই
বহিঃপ্রকাশ নাই
দহন জ্বালায় ফেটে চৌচির বুক
বক্ষপিঞ্জর ফুপেছে ক্রোধে।
হেরে গেছি আমি জীবন যুদ্ধে।।
অচল সময় হয়েছে স্তব্ধ
কোনঠাসা হয়ে পাখি আবদ্ধ
দেহখান আমার নেশায় মত্ত।
ঘুরছি আমি নেশার শহরে
ঘুমহীন চোখ নিশির প্রহরে,
রক্তচক্ষুর রক্তকান্না
যেন- দূষিত নদীর দূষিত ফেনা
নেশার ধোঁয়ায় তোমায় ভুলাই
যেন- নিজ মগজ করছি নিজেই ধোলাই।।