তুমি কে?
Yamim Hossain
তুমি কে?
তুমি কে?
পরিচয় কী তোমার ?
ফিরে দেখ পেছনে ,
খুঁজে পাবে তুমায়।
তুমি রয়েছ অতিতের মহাকাব্যের প্রতিটি পাতায় পাতায়।
তুমি বাতাসের মত বহমান,
ধর আগুনের মত ফুল্কি।
যত দুষ্ট-শত্রু, চতুর-শয়তান
দিয়েছ তাদের ভেল্কি।
যত দুরভীসন্ধি,রাজার নীতি
করেছ তুমি ছেদ,
যত দূর্ভেদ্য অস্ত্র-বর্ম
করেছ তুমি ভেদ।
তুমি নিশ্চল,
ছুটে চল আগামির পথ [এ]
তুমি দুর্বল,
বয়ে চল সবলের রথ।
তুমি সংগ্রামী,
না,না;বিপ্লবী
নেই জীবনের কোন অর্থ,
জেগে উঠ বারবার,যতবার
আঘাত হানবে দেশের স্বার্থ।
তুমি স্বার্থান্বেষী উন্মাদ,
তুমি হুতাশন,কর ছাড়খার
যত দমকল,যত বুদ্ধা
হার মানবে ,করে চিৎকার।
তুমি পথ ভ্রষ্ট,নেই কষ্ট
ঠোটকাটা বুলি স্পষ্ট,
তোমার প্রতিটি শব্দ চয়নে
তাহাদের মাথা ন্যস্ত।