সময় ও নদীর স্রোত থেমে থাকে না
তুমিও থাকনি
যেমন থাকেনি আমার অতীত।
স্মৃতি গুলি রয়ে গেছে
নদীর স্রোতের সাথে ভেসে যাওয়া প্রাইমারি স্কুলটার পিলারগুলোর মতনই।
আমি দাঁড়িয়ে থাকি নদীর পারে দাঁড়িয়ে থাকা
ওই নিঃস্ব ভুমি হারানো মফিজ মিয়ার মতো।
সময় ও স্রোত থেমে থাকেনা কারো জন্যে
কেউ জানেনা তার গন্তব্যের শেষ কোথায়।
আমি খুঁজে পেয়েছি তাদের শেষ গন্তব্য,
নদী যেমন হারিয়ে যায় জলধির স্রোতধারায়,
সময়ের সমুদ্রেও হারিয়ে যায় সময়
যেমন হারিয়ে গেছি আমি তোমার সমুদ্রে।।