রাতের আঁধারে যখন সবাই
ক্লান্ত -পরিশ্রান্ত
তারকার জ্বালানি শূন্যপ্রায়
অন্ধকার শক্তিগুলি হয় জাগ্রত।
মিটিমিটি করে জ্বলে শুকতারা
যেন একাই এই বিশাল শূন্যকে
দিচ্ছে পাহাড়া।
যখন জোছনার আলোও আমাবশার আঁধারে লোকায়িত
তখনও শুকতারা হয় না ক্ষান্ত।
যেন সে অমৃত পানে হয়েছে অমর
পুনঃজনম পায় বারংবার।
ঠিক তেমনি করে আমি থাকতে চাই
তোমার আঁধার এর আলো হয়ে
তোমার আমাবশায় পূর্ণিমা হয়ে না ই বা ছিলাম
শুকতারা হয়ে পথ তো ঠিকই দেখিয়ে গেলাম।
এতেই আমার পূর্ণতা।।
এতাই আমার স্বার্থকতা।।