আমার আকাশ জুরে মেঘ
মেঘেদের জলে ভেসে আসে দুঃখ
ভেসে বেড়াতে বেড়াতে একসময় দুঃখগুলি ভারি হয়ে ওঠে ;
কালো হয়ে জমাট বাধে মেঘেদের বুকে,
কখনো বা ধারণ করে রক্ত জবার রঙ।
দুখের মেঘগুলোর যখন সংঘর্ষ হয়
তখন দুঃখগুলো ঝরে পড়ে
কখনো বৃষ্টি হয়ে থুবড়ে পড়ে মাটিতে
কখনো বা প্রতিফলিত হয়ে সাজে রামধনুর সাত রঙে
কখনো হারিয়ে যায় কল্পনায়;
যেখানে ছড়িয়ে আছে বসুন্ধরার সকল উষ্ণতা /
উষ্ণতার কেন্দ্র বিন্দুতে বসে আছ তুমি
আমার পৃথিবী, আমার ভালবাসা, আমার দুঃখ......
এভাবেই চাক্রিক পরিক্রমায়
দুঃখে মিলিয়ে যায় আমার দুঃখ
চোখগুলো অসহায়,
অসহায়ের মতোই বহমান জীবন।