বলেছিলে তুমি আসবে
তুমি আসবে কোন এক কাক ডাকা ভোরে
যখন পাখিদের কবিতায়, কুকিল গাইবে গান
যখন তটিণী-র স্রোতে দিবাকর হবে ম্লান।
তুমি আসবে......
বলেছিলে তুমি আসবে
তুমি আসবে এক সাও তাল গ্রামে
যখন আদিবাসী নাচে মেয়েদের পায়ের নুপুর বাজবে
তুমি আসবে.....
তোমারই পদচিহ্ন ধরে আমি এগিয়ে যাব
যতদুর চোখ যায়।
আবারও দেখা হবে আমাদের।
কিন্তু কই??
তুমি তো এলেনা
আমাদেরও হলনা দেখা
হলনা হাতে হাত ধরে সাওতাল গ্রামের ঐ সরু পথ ধরে
একই সাথে হাটা।
তবে আজও আমি আশাহত নই
তবুও তোমার প্রতিক্ষায় রই
এ জীবনে ও যদি দেখা নাহি হয়
তবে দেখা হবে কবিতায়।।