হ্যা_আমি_মধ্যবিত্ত

হ্যাঁ, আমি মধ্যবিত্ত
বাস্তবতায় আমার বাস
শত দো-টানার মাঝেও কেটে যায় আমার
পুরো বারোটা মাস।

হ্যা,আমি মধ্যবিত্ত
তাই ভালো করেই জানি এ -
পৃথিবি কতটা নির্মম,
কোথাও জায়গা নেই আমার
ফেলব একটু দম।

তবু্ও এগিয়ে যাই
হাজার ভীরেও শূন্যতা খুঁজে পাই।
তাই,আমি থামতে শিখিনি
সহজে হার মানতে শিখিনি,
অল্পেই আমি হাসতে শিখিনি
শিখিনি বিলাসিতা।
দ্বীর্ঘশ্বাসের রোমাঞ্চকতায় পূর্ণ
আমার জীবনগল্পের পাতা।

হ্যা, আমি মধ্যবিত্ত
স্বপ্ন কেনার বাসনা বারবার-
নাড়া দেয় চোখে,
তাই  শিখেছি স্বপ্ন দেখতে
কল্পনাকে কেন্দ্র করে বেচে থাকতে।
আমি শিখেছি, সময়ের আঘাতে দায়িত্ব নিতে,
প্রয়োজনে নিজের ইচ্ছে গুলোকে
উড়িয়ে দিতে।
আমি নিঃশব্দে কাঁদতে শিখেছি
নিজেকে ভালোবাসতে শিখেছি

হ্যা,আমি মধ্যবিত্ত,
মধ্যবিত্তের তকমা জরিয়ে
আমার শিরায়-উপশিরায়
তবে সব মিলিয়ে আমি ভালো আছি বেশ
পুরনোর মাঝেও করি সাধ্যের হিসেব-নিকেশ।
Yamim Hossain