-অই মিয়া কই যান??
আমার কথা শুইনা যান।
আপনে কি যানেন না??
এখন চলে কোয়ারেন্টাইন।
-কোয়ারেন্টাইনের মধ্যেই,
বাইরের দিকে পথ দেই।
বাইরে কি আমরা যামুনা??
বিড়ি-সিগারেট খামুনা??
-না ভাই, যাইওনা।
বিড়ি-সিগারেট খাইওনা।
বিড়ি-সিগারেট খাইয়া,
অল্প বয়সে মইরো না।
বাপের মুখের দিকে চাও,
মায়ের কোলে ফিরা যাও।
-আরে মিয়া কি কন??
বিড়ির প্যাকেট হাতে লন।
বিড়ি সিগারেট খাইলে
অল্প বয়সে মইরা যায়,
এই কথা আম্নেরে
কইসে বলে কোন বেডায়।
চারিদিকে ফিরা চান,
আরে ভাই, দেইখা যান,
আশে-পাশের সবাই
বিড়ি-সিগারেট করছে পান।
সরকার কী এইসব বুঝে না??
কিছু কী তারা দেখেনা??
নাকি সব দেইখাও
না দেখার করছে ভান??
-৫০ টাকার জরিমানা
৩০০ টাকা করছে।
সিগারেটের উপরে
আল্গা টেক্স ভরছে।
-তাও মাইন্সে বিড়ি খায়
এত টাকা কই পায়??
- হাজার কোটি টাকা
বিড়ি কোম্পানির
পেটে যায়।
বিড়ি অন কোয়ারেন্টাইন
Yamim Hossain