একটি দেশ ছিল
বাংলাদেশ।
পরাধীন দেশ,
ছিলনা বিন্দুমাত্র স্বাধীনতার রেশ।
হঠাৎ গর্জে উঠলো শেখ মুজিব,
এদেশ স্বাধীন হলো, হলো সজীব।
আজ ৫০ বছর পর,
পুরো বিশ্বে উঠলো ঝড়।
স্বাধীনতার সূচকে আমরা নাম্বার ওয়ান,
এজন্যই বোধহয় লাখো শহিদ দিয়ে গেছে প্রাণ।
বিশ্বের জ্ঞানী-গুণি,বিশ্লেষকরা হাজির হলো,
নিজ চোখে দেখবে আমাদের স্বাধীনতার মান।
এসেই তারা চমকে গেল,
এত স্বাধীন এরা কিভাবে হলো??
ধর্ষণের স্বাধীনতা,
অসহিংস আন্দোলনে পুলিশের গোলা বর্ষণের স্বাধীনতা।
আরেকটু এগুতেই দেখতে পেলো এক আজব স্বাধীনতা -দুর্নীতি।
একবার ক্ষমতা পেলে ৫ বছরের জন্যে পাওয়া যায় এই স্বাধীনতা,কখনো বা তারও বেশি।
এছাড়া ঘুষ, খুন,রাহাজানি, ডাকাতি তো ছোট খাটো স্বাধীনতা।
এবার তারা খোঁজ পেল এক স্বাধীন মানুষের,
জিজ্ঞেস করিল তার স্বাধীনতার উৎসের।
কহিল-অই যে, অটোপাশ সিস্টেম,
যেখানে নির্বাচন আর প্রহসন দুইটাই সেম।
এখন নাকি শিক্ষা ব্যাবস্থাও চালু হচ্ছে অটোপাশ,
পাশ হবে সবাই, যতই কাটুক বছর ধরে ঘোড়ার ঘাস।
সরকারও অটোপাশ, শিক্ষা ও অটোপাশ
ক্ষতি কি??
বাংলাদেশ খেলে বাশ।
-স্বাধীনতা(খণ্ডাংশ)
Yamim Hossain