এই সুশ্রী জগতে,
কেউ কি মহৎে..!
করিয়াছে সৎ কর্ম,
চুরি আর ডাকাতি
এভাবেই উন্নতি
পালন কি হল ধর্ম......!
তাই যে সবাই
অন্যের মাথায়
ছেড়ে দেয় সব ঝুকি,
হয় সে বাচুক
নয় সে মরোক!
আমি তো হবো সুখি।
তা কহিলে আজ
থাকবে না সাজ
নির্বাকেই- পরম শান্তি পাই,
এই কি তবে!
শিখেছো ভবে,
হাজার কিতাব ঘেটে মশাই..!
হায় রে হায়
কোথা যাই...!
মানবতা তো দূরের কথা!
স্বার্থের হিসাব নাহি পাই।
বলি..! যে জন
করে সত্য গোপন,
সেই তো চোর- লুটে নেয় বুকে বসে,
ওদের হস্তে দেই সমস্ত,
সোয়াবের কিছু ভ্রান্ত মানসে।।
তারা কি চাহিবে প্রার্থনা..! নিজেরাই তো চোর,
অভিনয় করে
লেবাসের ভীরে
দিবা-নিশি ভোর।
মঞ্চ কাপিয়ে তুলে ডিজিটাল যন্ত্রে,
কিছু উচ্চস্বর, আবেগের মন্ত্রে।
ওদের অবস্থা,
সত্য গোপনে মিথ্যার প্রকাশ,
কর্ম ফলে নিজেরাই দাস।
এদের ক্ষমতা
জানে জনতা,
বেশি দূরে নয়..! কিছু উপাস্যনালয়,
ওরা সব গোপন করে
ভ্রান্ত স্বার্থের লোভে,
কারণ একটাই..! বুকে দাসত্ব্যের ভয়।।
লাগিবো না মাতাব্ব্যরের পিছু
যা হবার হবে, চাকরিটা তো রবে।
ওনারা গুনিজন
করুক না কিছু বাজে আলাপন,
আমি সদাই
তাদেরই খাই
থাক কিছু বলার কাম নাই,
আমি বরং সরে যাই।।
যদি কিছু বলি
চাকরি যাবে চলি,
বিরুদ্ধে গেলে যে নিমোক হারামী হবে,
সব ভাবিতে হবে,
উচিত কলে
শূণ্য হবে থলে
ভাত পাবো না ভবে।।
.......................... অসমাপ্ত