ভুলে কি গেছো তুমি?
হাত ধরে চলার সেই দিনটা,
আজও তো রেখেছি আমি
তোমার দেওয়া সেই ডাইরিটাও,
যার পাতায় পাতায় লেখা
ভালবাসি, ভালবাসি সে শব্দ টা।
ভুলে কি গেছো তুমি!
নগণ্য অভিমানে ভাসিতে অশ্রুজলে,
তবে কিসের ছলে আমায় ভুলে-
নিজেকে আজ বউ সাজালে।
তোমারই আশায় আমি আজি-
বকুলের মতো গিয়াছি ঝরে,
তুমি তো স্বার্থপর-
গেঁথো নি মালা সে পুষ্প কুড়িয়ে।
ছিল যত সুখ দিলেম উড়িয়ে
ফাগুনের মাতাল বাতাসে,
হারায়ে গতি, জীবনের ইতি
শুধু তোমায় পাবার আশে।
চলে যাও দূরে,ভুলিয়া মোরে
হলে সুখী তুই, ভাল থাকি মুই
বাসবো ভালো এভাবেই তরে।
নিরালয়ে ক্রন্দন করি
করি না’কো চিৎকার,
কষ্ট যত অবিরত,
রাখবো চেপে নিজের মতো।
এই তো ছিল মোর প্রণয় অঙ্গিকার।
রশ্মি হয়ে থাকবো আমি
জ্বালায়ে কিরণ,
আখিঁর কাজল নষ্ট নাহি হবে-
মোর থাকিতে জীবন।
আমিও একদিন তারা হবো হবো
সারা রাত্রি একাই জ্বলবো,
কেমন করে আমায় ছেড়ে
থাকবে সুখে, দেখবো।