ভালবাসা তুমি ভোগের রাজ্যে
স্বপ্ন ভাংগার টেররিশ,
ভালবাসা তুমি কতই জ্ঞানী
স্কুল কলেজেও করছো কিস।
চার অক্ষরের ভালবাসা
ধন্য তোমার লোভ লালসা,
ডেটিং নামের ফিটিং দিয়ে
করছো অবাধ মেলামেশা।
কাগজে কলমে হয় না প্রণয়-
ফেসবুকে টাও প্রয়োজন হয়,
বাহ! তোমার বেশ উন্নতি - বটে,
যখন তখন দেখছো তারে _
করছো বিন্যাস ভিডিও চ্যাটে।
যখন খুশি দেখছো প্রিয়ে,
ইচ্ছামতই লিভ টুগেদার,
ভালবাসা তুই পারিস বটে_
বউয়ের নামে বেশ্যা তৈয়ার।
ভালবাসা তুমি বন্ধু বটে
দিচ্ছো আড্ডা সারা রাত্রী,
ভালবাসা তুমি ধর্ষক নও
ধর্ষিতারই জন্মদাত্রী।
আগের যুগ খেলো ফোনে ডিজিটাল এখন
বসে নিরালায় নেই অপেক্ষায় এ যুগের যুগল,
যুগের সাথে তাল মিলাতে ভালাবাসা তুমি-
শখের বসেই নিতে পারো জগন্য রুপ সকল।
পাগলি কি আর প্রেম করিত!!
তার কেন গো গর্ভ হলো?
ভেবেছো কি সাম্য মাতা!
পাগলিও সয় প্রসব- ব্যথা।
দোষী কি আজ শুধুই নারী?
আর নর লালসা তুলসীপাতা!!
আমি যে নাদান শিশু,
সাধ্য নেই তোমায় চিনিবার।
তুমি যে মহান তুমি যে পবিত্র,
তাই তোমাতে প্রার্থনা রাখি,
নিজের মান রাখিও নিজে
হইও না'ক কুলাঙ্গাদের মিত্র।