সৃষ্টি আজকে আখিঁর জলে,
নবীন সাগর জোয়ার,
নির্ঘুম কেন রাত্রী আমার!
কেন ভবে রোহিঙ্গা আজ,
নিযাতিত মায়ানমার!
আমি মুসলিম !!
তাই এসব আমরা অধিকার।
আছো যত মায়ের কোলে
নবীন, প্রবীণ বুদ্ধিমান,
বিশ্বমাতার কোন সে ছেলে?
পারবে দিতে এমন প্রমাণ!
বিন্দুমাত্র সুখে আছে,
শ্রেষ্ট মুসলমান!
সরব সদাই গাইছে সবাই,
সত্য বিজয়ী গান!
উচ্চ স্বরে গাইছে সবাই,
বাস্থব চোখে শূন্য স্থান!
কর্ম ফলে,আগ্নি জ্বলে
শত আফগান ফিলিস্থান।
কোন শপথে জন্ম নিলাম?
ভুলে হয় তো গেছি,
কোর আন শিখে, অন্ধ বিবেকে,
ভন্ড পীরের নাচা নাচী।
আমি মূর্খ-
তুমি পরেছো কিতাব,
তুমি আলেম, নাকি জালেম!
কেমনে করিবো হিসাব?
বিবেক আমার বলছে ডাকি!!
তুমি নয়কো আলেম! নয়কো মুসলমান!
তুমি কাফের, রসুল বিরোধী শয়তান।