আমি কিন্তু কবি নই, ছন্দের পূজারী
তবুও কেন? ছন্দ মিলাতে পারি না,
তবে কি! আবেগের সব দোষ!
ধ্যাত! কিছুই ধ্যানে আসে না।
আচ্ছা, কবিতা লিখতে কি ধ্যান করা লাগে!
নাকি.... ভাব প্রকাশে মিলে সাধনা!
যাইহোক বাপো...!
আমার তো ছন্দ মিলাতেই হবে।
হয়তো মিলে নাই কিছু কথা,
আমি যে ছন্দের পূজারী।
এসব কি আর রাখবে বাধা!
যত আছো পাঠক-পাঠিকা শুনো-
মানব নয়, আমি ছন্দের প্রেমে পরেছি,
তাই মনের গভীরের ভাব প্রকাশে-
আজ কবিতা লিখতে বসেছি।
দোআ করেবেন কবিগুরু
হয় যেন গো আমার শুরু
ন্যায় পন্থায় যেন সদা কালি ব্যয় করি,
কবিতা যে কবির প্রাণ
কবি জানে ছন্দের ঘ্রান
পরাজয় মানে কলমের কাছে সবার শিরমণী।
আমি কিন্তু কবি নই, ছন্দের পূজারী।