হৃদয় ঘরটা ভাড়া দিবো
পেয়েছো কোন সন্ধান?
প্রিয়জন প্রয়োজন হলে
রেখো টু-লেটের অবদান।
শান্তি সুখের বসবাস হবে
নেই মনের অবসান,
চিরস্থায়ী গড়ে উঠা
তাই পরীকে আহ্বান।
মনের ঘরটা কেমন সুন্দর
একটু ভেবেছো কেউ?
ভিতর তেমন বন্দিত
অধিক কল্পনার চেও।
মন কড়ায় লজ্জা পেওনা
সময় ফুঁরাবে অযথা,
চুপিচুপি বলবে যথা
কানে গোপন কথা।
সুখ দুঃখ মিলেই গড়া
টু-লেট নামে পরিচয়,
তবে স্বরনে বাঁধাও
ভাড়া হবে নিশ্চয়।