সাধ সাধ্যের মধ্যে এলে
মুখোমুখি হব তোমার।
সেদিন আমার কথা শুনে
তোমার চোখ কপালে উঠতে পারে,
চিরচারিত হাসিটা মিলিয়ে যেতে পারে শূন্যতায়
শিউরে উঠে বলতে পারো অসম্ভব!
আমার এ অনুমানের বেড়াজাল ভাঙ্গতেই
একদিন তোমার মুখোমুখি হবো।
অনুমান জিতে গেলে আমি হেরে যাব
আর অনুমান হেরে গেলে প্রেম জিতে যাবে।
প্রেম শান্তির না স্বস্তির দুরন্ত মন সেদিন থমকে যাবে,
আমার তোমার দুজনের স্বপ্নের সংযোগ স্থলে।
প্রজাপতির চোখে তোমায় হারাবো
নিজেকে লোকাবো জোনাকির আলোয়।
সেদিন না এলে !
দুঃখ নেই, আমার মনের পচন
ভিতরে যতই দুর্গন্ধ ছড়াক তোমার নাকে পৌছবেনা।
আমি যোগ্যতার দায়মুক্ত হবো মনকে বঝাবো
সাধ আছে তোমাকে পাবার কিন্তু সাধ্য নেই।