অন্ধকে অন্ধ বলতে নেই
তেমনি গরীবকে গরীব বলতে নেই
তাতে মানুষ কথাটার আর অস্তিত্ব থাকেনা।
একটি দামি প্রাইভেট গাড়িতে একটি রিকসার
ধাক্কা লেগে গাড়ির রং নষ্ট হয়ে গেল।
প্রাইভেট কার হতে একজন লোক বের হয়ে বৃদ্ধ মত
রিকসা চালককে গালে জোরে একটা চড় মেরে বলল
ছোট লোক, গাড়ির ক্ষতিপূরণ দে
রিকসা চালক থতমত হয়ে ভয়ে ভয়ে বলল
আমার ভুল হয়ে গেছ আমায় ক্ষমা করে দিন স্যার ;
বড় লোকটি বলল রাখ তোর ক্ষমা আগে টাকা বের কর।
রিকসা চালক বলল আমার কাছে মাত্র দুশ টাকা আছে
লোকটি বলল তাই দে-
রিকসা চালক কাপা গলায় বলল এই টাকা দিয়ে দিলে আমার পরিবার না খেয়ে থাকবে।
লোকটি ছো মেরে টাকাটা পকেট থেকে নিয়ে বলল তাতে আমার কি?
গাড়ির চালক বড় লোক আর রিকসা চালক ছোট লোক।
হিসাব মিলাতে আমি দুজনের আভিজাত্য থেকে
ছোট লোক আর বড় লোক কাটাকাটি করে দিলাম।
রইলো উভয়ে মানুষ।
তাতেও হিসাব মিলে যাবার কথা কারন ছোট লোক
আর বড় লোক কাটা কাটি করলে দাড়ায় দুজনেই মানুষ।
কিন্তু দুজনকে পাশাপাশি দাড় করিয়ে দেখি গড়বড়
একজন মানুষ আর একজন অমানুষ।