একটি নাটকে দেখে ছিলাম, একজন বিশিষ্ট লেখকের কাছে সাধারণ একজন কবি বার বার যান তার কবিতাটি
কেমন হয়েছে জানতে।যত বারই যান তত বারই বলেন
কিছু হয়নি।এগুলো মলম বেচা কবিতা।একদিন সেই কবি মনের দুঃখে রবীন্দ্র নাথের একটি কবিতা নিয়ে তাকে শুনাতে গেল।এই কবিতাটি শুনেও সে বলল কিছু
হয়নি। তখন কবি বলল আসলে আপনিই কবিতার কিছু
বুঝেন না অথবা আত্ন অহঃকার করছেন। লেখক বলেলন
কেন? কবি বলল এটা রবীন্দ্র নাথের কবিতা।আপনাকে জব্দ করার জন্য নিজ নামে আপনাকে শুনাতে এসেছি।এই কবিতা লিখেই রবীন্দ্র নাথ নভেল পুরস্কার পেয়েছিল।এতক্ষন ধরে এত কথা বলতে হল শুধু একটা
কথা বুঝানোর জন্য,বাংলা কবিতা ডটকমে এসে ছিলাম
শখের বশে।এসে মসন হয়েছিল সচ্ছ,নিরেপেক্ষ আর
অফুরন্ত ভালবাসার একটি জীবন্ত মঞ্চ।কিন্তু আমার
সামান্য মস্কিকের বিচারে মনে হয়েছে সবই উল্টো।
এখানে চাটুকারিতা ঝগড়া আর পার্শিয়ালিটিতে ভরা।
কেউ কেউ যা-তা লিখলেও মন্তব্যে ছড়া ছড়ি।
আবার কেউ কেউ পষ্ট করেই বলি আমার মত কবিরা
যদি রবীন্দ্র নাথের কোন কবিতাও যদি নিজের নামে প্রকাশ করি তারপরও মন্তব্য বা সুযোগ আসবে না।
যেখানে মননশীলতার চর্চা করতে এসে মনের চিত্ত শক্তি বিনষ্ট হয় সেখানে আপাতত আমি নিজেকে
এই আসরের যোগ্য মনে করছি না।বিদায় কবিতা ডট কম।সবাই ভাল খাকবেন।