প্রজাপতির পাখায় সেদিন
গিয়ে ছিলাম চাদে।
জোনাক সেদিন আলো দিয়ে
সঙ্গী ছিল পথে।
আকাশ সেদিন মেঘলা ছিল
ডেকে ছিল কাছে
ছোট্ট মনে আধার নামুক
যাইনি তার পাশে।
অপেক্ষাতে ফুল পাখিরা
ফিরতে হবে নীড়ে
আবার আমি একা হব
অন্য সবার ভীড়ে।
সাধ আছে মোর
সাত সমুদ্র পাড়ি দেওয়ার
সাধ্য হাটু জলে
তবুও মন ভানুমতি
শেষ নেই তার ছলে।