যত চাই নিবে যাব
হারাবো সকল ভাল,
কোন হৈতোষী জাগিয়ে তুলে
কানে কানে বলে
চাই চাদের আলো।
যতটা কাদে মন
ততটা কাদে না রাত,
কষ্ট আর কালো
নয় যে এক জাত।
আমি নিরবে কবিতায় কাদি
শব্দ হয় মানুষের মনে
বসত মানুষের মাঝে
তবুও মনে হয়
আছি যেন বনে।
গাধার পিঠে উঠে
ঘোড়ার সাথে পাল্লা
হৈতোষী আজ তরী হয়ে
আমায় করেছে মাল্লা।