আমি বার বার বলতে চেয়েছি,
আকাশকে মানুষের মনের সাথে মিলিও না,,
নদীর মত মনকে ছুটতে দিও না,,
সাগরের মত  বিশাল মায়ার জগতে প্রবেশ করলে সে আর ফিরে আসবে না।
মনকে পাহাড়ের মত অহংকারী করে তুলোনা
ভেঙ্গে পড়লে আর দাড়াতে পারবে না।
আমি বার বার বলতে চেয়েছি
বৃস্টির প্রেমে পড়োনা,
ঝর্না হয়ে নিচে গড়িয়ে যাবে!
সবাই দেখে আনন্দ পাবে,
তোমার কষ্ট কেউ বুঝবেনা।
আমি বার বার বলতে চেয়েছি
নারীর চোখে চোখ রেখোনা
নারীর চোখ অদ্ভুদ এক পৃথিবী
সেখানে একবার হারিয়ে গেলে
নিজেকে আর খুজে পাবে না!
আমি বলতে চেয়েছি-
কষ্ট বড় হয়ে এক সময় দুঃখ হয়
সুখ মায়াবী এক পাখি যা কোন দিন ধরা দেয়না।
আমি অনেক কিছু বলতে চেয়েছি
আমায় বলতে দেয়নি-
শুনতে চায়নি -
সময়ের সাথে তাল মিলিয়ে  চলা  মানুষগুলো।