এই অপেক্ষায়, তোমার ই আশা তে
আমার মন তোমাকেই খুঁজে যায়।

শেষ যখন দেখেছি তোমায়
পারিনি তা ভুলতে আজও

আমি ছিলাম দাঁড়িয়ে
তোমারই অপেক্ষায়
তুমি এসেছো ভুলতে আমায়।

সেই টেক্সটবুকের মেসেজগুলো
পড়েনা মনে কি তোমার

আমি আছি এখনো দাঁড়িয়ে
সেই পথের ধারে
যেখানে দেখেছি শেষ বার তোমায়।

আমি দাঁড়িয়ে ছিলাম
আমি দাঁড়িয়ে আছি
আমি দাঁড়িয়ে থাকবো
সেই পথের ধারে।

তুমি আসবে ঠিকই ফিরে
আমারই কাছে।

আর বলবে আমি তোমাকে একাই ভালোবাসি নি
তুমিও ভালোবেসেছো আমায়।

অপেক্ষা তোর অবসান ঘটবে এইবার