তুমি আমার সূর্য ,
তুমি আমার তারা ,
তুমি আমার সব ।

তুমি আমাকে হাসাও ,
তুমি আমার হৃদয়কে হাসাও ,
তুমি আমার জীবনকে করো সার্থক।

তুমি ভালোবাসা দাও ,
তুমি উদারতা দাও ,
সবি আমি সানন্দে গ্রহণ করে নেই।

তুমি খুবই মিষ্টি ,
তুমি খুবই উদার ,
আমি হাজারো ভিড়ে তাই তোমাকেই খুঁজে পাই।

তুমি আমার আশীর্বাদ ,
তুমি আমার সেই স্বপ্নের পরি ,
তুমি ই তো আমার খোদার দেয়া উপহার