মনে হয় যেন ছুটে চলেছি অচেনা দিগন্তে
হাতের মুঠোয় খুজে পেয়েছি তৃপ্তির আলোকে
প্রথম দেখার আনন্দকে আস্থা দিয়েছি
মুক্তির পথে এবার প্রথম পা বাড়িয়েছি
সর্বহারার কষ্টটাকে আঁকড়ে ধরার পর
সব পেয়েছির ইচ্ছেপুরণ উপভোগ করেছি।
শিরায় শিরায় বইছে আবার নতুন রক্তধারা
নতুন প্রবাদ ব্যক্ত করছে নতুন চিন্তাধারা
স্বপ্নের রাত কাটিয়ে উঠেছি সত্যি স্বপ্ন একি
বিষাদময় অস্থিরতা পাস কাটিয়ে দেখি
প্রথম জানার সুন্দরতায় মুগ্ধ হয়েছে মন
বলে, সত্যি কেবল এটাই, আর ত সবই মেকি।
আনন্দে আজ ভরাট হল মন যে মাতোয়ারা
সঙ্গি তুমি সঙ্গ দেবে এবার জীবন সারা
তোমার গুনে গুনি আমি, তোমাতেই সব শুখ
তোমায় যখন পেলাম প্রথম, ভরিয়ে দিলে বুক
আজকে যখন সারা বিশ্ব পয়সা নিয়ে ব্যস্ত
আমার যন্য শুধুই তুমি, খুশি হোক বা দুখ।
প্রথম স্বপ্ন নিয়ে বাঁচা প্রথম ইচ্ছেগুলো
প্রথম ধাপটা পেরিয়ে গেলেই ভাবনা সাঙ্গ হল
প্রথম লেখায় উঠল ফুটে মনের স্বচ্ছ দিক
ইচ্ছে হল স্বপ্নগুলো বাতাশ নিয়ে নিক
দুঃখ, সুখের চিন্তাগুলো নানান ঢঙে বলা
তাই, প্রথমবার তো কষ্ট হবেই, তারপরেতেই ঠিক।