কে দেখেছে কে দেখেছে !
আকাশ কোথায় নেমেছে !
অথচ এই আকাশ নিয়েই
হাজার কথা রটেছে ।
কে মরেছে কে মেরেছে !
কেউ কি জানতে পেরেছে !
অথচ এই মৃত্যু নিয়েই
হাজার গল্প রচেছে ।
কে পাঠালো কে গিয়েছে !
কে বা কোথায় যাচ্ছে !
অথচ এই যাওয়া নিয়েই
লক্ষ খবর হচ্ছে ।
কে শুনেছে কে গেয়েছে !
কে-ই বা সুর দিয়েছে !
অথচ এই গান নিয়েই
হাজার এ্যালবাম হয়েছে ।
কে খেয়েছে কে দেয়েছে !
কেউ কি খাবার দেখেছে !
অথচ এই খাবার নিয়েই
সব অনুষ্ঠান হচ্ছে ।
কে বুজেছে কে শুনেছে !
কেউ কি বুজতে পেরেছে !
অথচ এই গুজবেই
চোখের ঘুম কেড়েছে ।
এই ভাবে এই ছিন্নমূলের
বৃক্ষাদিতে বন গড়েছে,
গল্পের গরু গাছে চড়িয়ে
কল্পতরু হয়েছে ।