যুদ্ধে যাব যুদ্ধে যাব করে
প্ল্যান পরিকল্পনার ফাঁকে
মেরুদন্ড বেঁকে গেছে
প্লাষ্টিক চেয়ারের মাপে ।
মশী কে অসি করার
কেরামতি মারপ্যাচে,
ভোঁতা অসি গোঁতা মারে
তবুও মশী হাসে ।
বিনিদ্র শব্দকিছু কানামাছি খেলে
রণহুঙ্কার নিরন্নতায় শুধুই ধামামা শোনে ;
নেই চিৎকার, নেই আর্তনাদ, নেই রক্ত-লাশ
চারিদিকে শুধু উল্লাস "ওয়াক ওভার", "ওয়াক ওভার" ।