এতদিন নিজেকে চিনেও যেন ঠিক চিনলাম না
আরো এক সপ্তাহ এভাবেই অচেনা লাগবে জানা
খুব দামী, খুব জ্ঞানী, বিজ্ঞ বিচারক, অন্তর্যামী
মিষ্টি মধুর সুরের গান আজ কতই সস্তা না-জানি !
পাখির মতো বিপন্ন জীবন বেঁয়ে, আজ
একে একে ফর্দ আসে সবিনয়, সলাজ
সুষ্ঠ, সুন্দর, নিরাপদ বেঁচে থাকার
অলীক কাহিনীর স্বপ্ন স্বাধিকার ।
সেলুলয়েডের স্বপ্ন পরীরা কুড়ে ঘরে
পাত পেতে বিজ্ঞাপন করে
পান্তার মূল্য চোকায় কড়কড়ে নোটে
বিনিময় রেখে যায় সেলফি নেটে ।
চারিপাশ গমগম সৃষ্টির ফুলঝুরি
সত্যমিথ্যার অভিধান হয়ে গেছে চুরি
বিশ্বাস ভরসা বেড়াতে গেছে দুরে
আসবে ফিরে জানি আবার শরতের পরে ।
প্রতিভার বিকাশ প্রকাশ হচ্ছে প্রতিদিন
যার যার মতো করে শোধ করছে ঋণ
সমাজের আঙিনা রাঙা রঙীন পাখায়
ভূত ভবিষ্যৎ বর্তমানের খাতায় ।
এভাবেই আরো সাত সাতটি দিন
মহাকালের গর্ভে হবে বিলীন,
অতঃপর ভোট শেষে আবার সেই দেশে
নীরব নিশ্চুপ অবহেলায় যাবো ভেসে ।