আসছে ভোট যাচ্ছে ভোট
ভাঙ্গছে ঘোঁট হচ্ছে জোট,
হরির লুট পাচ্ছে কেহ
চুরির কুট মধু - লেহ,
জুটছে সব হাঁস কুক্কুট
মিটছে রব মিথ্যে অস্ফুট ।
ভাঙ্গছে দেশ বিকছে দেশ
দিচ্ছে ক্যাশ নিচ্ছে ক্যাশ,
রাজ্যের ভাগ জাতের ভাগ
মন্ত্রীর ভাগ নেতার ভাগ,
রাজার কাজ রানীর কাজ
সশব্দ লাজ শব্দিত সাজ ।
রাঙছে পথ রাঙছে ঘাট
নতুন বউ বাজার হাট,
বাঁধছে গান বাজছে গান
পরিবর্তন প্রত্যাবর্তন
সুরের তান মানী'র মান,
সমুদ্র জন চাই' স্লোগান ।
নাই ব্যালট কাগুজে ভোট
ই ভি এম এ সন্দেহ মোট,
তবুও জোট তবুও ভোট
হরির লুট চুরির খোঁট,
ভোটের শেষে জয় উল্লাসে
নিজের দেশে ভয়, বিন্যাসে ।