ফেইসবুকে বন্ধু আছেন তিন হাজার সাতশ ছিয়াশি
তার বাইরে আরও আছেন কমপক্ষে হাজার আশি,
সবমিলে লক্ষ লোকের চেনাজানা
ভেদাভেদ করে কিন্তু হয়নি গোনা,
শত্রুরা বন্ধু বেশে অথবা বন্ধুরা শত্রু, সবার মুখেই হাসি
যতবার ভাবতে বসি , ততবারই ভুল অংক কষি ।
চোখের ভাষায় মুখের ভাষায় অনেকেই বলতে চায়, ভালবাসি
ঘৃণা করে কেউ কেউ, নীরবেও থাকে কেউ, কেউ বা উদাসী,
ঈর্ষার দৃষ্টি, হিংসার খামখেয়ালীপনা
পাছে লোকে কিছু বলা'র আনাগোনা,
সবার সামনেই আমার হাসি মুখখানা বার বার নিয়ে আসি
যে যা-ই ভাব, যে সম্পর্কেই থাক, আমি সব্বাইকে ভালবাসি ।
অবজ্ঞা করে, তাচ্ছিল্যের সুরে কানে আসে অনেক অট্টহাসি
আবার অনেক প্রশংসা পাই, ধন্যবাদ শুভেচ্ছা রাশি রাশি,
দুধের মাছি, বসন্তের কোকিল চেনা
বিপদভঞ্জন , বিড়াল তপস্বীরাও জানা,
মুখাবয়বে কেউ বিশ্রী, কেউ সুশ্রী, কেউবা আবার উর্বশী
তবুও আমি তোমাদের সবাইকে মন দিয়েই ভালবাসি ।