কে যে কাকে কখন কিভাবে উৎসর্গ করে
বুজাই বড় দায়,
দেখা গেল বৃদ্ধাশ্রমে বাবা -মা
অথচ প্রথম লেখা উৎসর্গিত
প্রনাম নেবে মা।
মানবতা খুন করে
মা'কে রক্ত উৎসর্গ করে
বৈষ্ণবী মা নিরবে হাসে।
হাহা হা, ইচ্ছে করে বড় করে
একটা অট্টহাসি দিই
উৎসর্গের যা নমুনা,
কোন দিন জানি দেখি
উৎসর্গের নামে চলছে ব্যবসা
আমদানী - রফতানি।