ভেসে যাওয়া খড় কুটো দেখলেই
স্রোতের গভীরে হাঙড়ের হা মনে পরে,
শ্মশানের অগ্নিকুণ্ডে ছড়ায় বিশুদ্ধ ঘিয়ের পোড়া গন্ধ ।
চকচক ত্বক, চিলিক ঝিলিক ছড়ানো রঙীন আঁশ
বড় বেশী চমকায় হৈমন্তী সন্ধ্যায়,
দুরে যখন গেরুয়াধারী আম্রকাষ্ঠের হোমাচারে ব্যস্ত ।
পরিযায়ী পাখিদের ফেরার রাস্তা যতই কঠিন হোক
স্মৃতিটুকু বুকে নিয়ে ঠিক ফিরে যায় একদিন
ক্যালেন্ডারের জানুয়ারীর মতো ফিরে আসে ঋণ ।
সাঁড়াশির মতো ভালোবাসা লেপ্টে থাকে চাঁদরে,
শীত এলেই আঁশটে গন্ধটা ভেসে আসে নাকে,
তুমি এলে না ; হাঙড়'রা ঠিক আসে ।