সকালের সূর্য এখন আড়মোড়া ভাঙছে বিছানায়,
দু একটা পাখপাখালি কিচিরমিচির গায়,
আমি ট্যাকস্যূট - কাপড় সু জোতায়
মাথায় পাগরী বেঁধে শিমূল তলায়।
তোমার বিছানায় এখন নিদ্রাদেবীর সুখের বসবাস,
একটু পরেই বেড টি আসবে
আরেকটা স্বপ্ন আরেকটু ঘুমের হবে সর্বনাশ।
আমি শিমুল তলার কুয়াশা মাখা
মাটির গন্ধে বিরহের কবিতা লিখি,
তুমি হাই তুলে বিছানা ছেড়ে ইউক্যালিপটাসের বাগানে করো পায়চারী।
রোদ-শিশিরের অমোঘ রঙে আমার আবেশ মাখা আবেগ যখন
রামধনু রঙ আঁকে ঐ সরষে ক্ষেতে জোয়াল কাধে লাঙল হাতে
তোমার স্মার্টফোনে প্রতি মিনিটে
কয়েকটা গরম চায়ের জিএলএফ
ইমেজ ধোঁয়া ছাড়ে ইনবক্সে।
আমার দুঃস্বপ্ন, ফসলের ক্ষেত গেছে ডুবে
পাকিস্থান বোমারু বিমান পাঠায়েছে এদেশে,
তুমি শুধুই দেখো কেবল কুমীর তোমায় খাচ্ছে,
কি জানি নাম খেলাটার! ব্লো-হোয়েল' আসছে।
তাল গাছের ঐ বাবুই পাখি রোজ কথা বলে আমার সাথে
খড়ের গাদায় হাসে কাঁদে মুড়িতে বা পান্তাভাতে।
নেড়ী কুকুর পিছু পিছু গাঙপাড় হতে পিছু ধায়,
তোমার ঐ অ্যালসেশিয়ান "শের"
বেটাতো শুধুই ঘুমায়।