বন্ধু তুমি টুডু চালাও, ইঞ্জিনের নাই আওয়াজ
কত সুন্দর রং গাড়ির, কত কারুকাজ ;
মাঝে মধ্যে ইচ্ছা করে গাড়ির হর্ণ বাজাও
আমার বাড়ির সামনে দিয়ে হেইল্যা দুইল্যা যাও
আমার দিকে চাইয়া থাক, আমার লাগে লাজ ;
বন্ধু তুমি টুডু চালাও, ইঞ্জিনের নাই আওয়াজ ।
ছাউনী তোমার আকাশ যেমন নীল-সাদার কোলাজ
সীটের মধ্যে সীট কভার, কত সুন্দর সাজ
সুন্দরীরে আদর ক্যইরা সীটের মধ্যে বসাও
স্টিয়ারিং এ ধইরা তুমি ফিরা ফিরা চাও,
সারা রাত ধরে তুমি গাড়ির কর চার্জ
বন্ধু তুমি টুডু চালাও, ইঞ্জিনের নাই আওয়াজ ।
তোমায় দেইখ্যা বাবা আমার ঠিক করছে আজ
বিয়া দিব এই মাসে, পাত্র/পোলা রং বাজ ;
আমায় যদি ভালবাস আমায় নিয়া যাও
টুডু'র লগে আমায় লইয়া সুখে ভাত খাও
নইলে বন্ধু মইরা যাইব, মাথায় পরবে বাজ
বন্ধু তুমি টুডু চালাও, ইঞ্জিনের নাই আওয়াজ ।